ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে গরু চুরির দায়ে ইউপি সদস্য কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
ধুনটে গরু চুরির দায়ে ইউপি সদস্য কারাগারে

ধুনট (বগুড়া): গরু চুরির অভিযোগের মামলায় বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল ওহাবকে (৪৫) কারাগারে পাঠানো হয়েছে।   

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠায়।



এরআগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল ওহাব উপজেলার ছাতিয়ানী গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গত ১৩ অক্টোবর রাতে উপজেলার শ্যামগাতি গ্রামের আহের আলীর গোয়ালঘর থেকে একটি গাভী চুরি হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাতিয়ানী গ্রামের জিয়াউর রহমানের বাড়ি থেকে গাভীটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৭ অক্টোবর গরুর মালিক বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।

প্রাথমিক তদন্তে গরু চুরির ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় ইউপি সদস্য আব্দুল ওহাবকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।