ঢাকা: দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় বিদেশি কূটনীতিকদের উদ্বেগ প্রসঙ্গে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রশ্ন তুলেছেন, উদ্বেগ থাকলে বিদেশি কূটনীতিকরা দেশে অবস্থান করছেন কীভাবে? তাদের যদি সিকউরিটি কনসার্ন এতই হয়, তাহলে তারা কী করে অবস্থান করছেন?
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ প্রশ্ন তোলেন।
গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার এবং গত ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনার পর গত ৬ অক্টোবর মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সচিব, আইজিপির সঙ্গে তাদের দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।
ওইদিন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও কূটনীতিক কোরের ডিন রবার্ট গিবসন বলেছেন, বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এতে আমরা কৃতজ্ঞ।
তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের পদক্ষেপ অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
কূটনীতিকদের এ উদ্বেগের বিষয়ে জানতে চাইলে বুধবার শিল্পমন্ত্রী সাংবাদিকদের কাছে এ প্রশ্ন তোলেন।
আইন-শৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির এ বৈঠকে শিল্পমন্ত্রী ছাড়াও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান এবং আইজিপি এ কে এম শহীদুল সহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিনিধি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএমএ/এমজেএফ