ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সেপটিক ট্যাংক ধসে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
সেপটিক ট্যাংক ধসে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সেপটিক ট্যাংক ধসে বাবা ও ছেলেসহ চার নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের হাশেম আলী (৫২), তার ছেলে সুজন (২৫), একই গ্রামের কওসার আলীর ছেলে জালাল উদ্দিন (২৫) ও গঙ্গাদাশপুর গ্রামের জামাত আলীর ছেলে জুয়েল (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যনাথপুর গ্রামের প্রকৌশলী রুস্তম আলীর বাড়ির পায়খানার নতুন একটি সেপটিক ট্যাংক তৈরি করছিলেন নির্মাণ শ্রমিকরা। এ সময় পাশে থাকা পুরাতন সেপটিক ট্যাংক ধসে গেলে চার নির্মাণ শ্রমিক নিচে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জানানো হলেও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসতে দেরি করে। পরে সেখানে পৌঁছালেও জনরোষের কারণে তারা ফিরে যেতে বাধ্য হয়।

প্রত্যক্ষদর্শী বদিউজ্জামান বদি জানান, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে চারটি মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সেপটিক ট্যাংকে পড়ে চার জনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯/১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।