ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
টেকনাফে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রাকের ধাক্কায় মমতাজ মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



মমতাজ মিয়া উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার আবদুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শ্রমিক মমতাজ মিয়া দুপুরে পৌরসভার বাস স্টেশন এলাকা দিয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ইটবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বাংলানিউজকে জানান, পুলিশ ওই শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।