ময়মনসিংহ: জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আবাসিক প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন পারভীন, অধ্যক্ষ সাইদুল হক হিরা, আব্দুল হাই, আব্দুল কদ্দুছ প্রমুখ উপস্থিত ছিলেন।
বির্তক প্রতিযোগিতায় ফুলবাড়িয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দেলফাতিয়ামার আহসান কল্লোল প্রথম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তাছলিমা আক্তার দ্বিতীয় ও ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজের তাইয়াবা আক্তার স্বর্ণা তৃতীয় স্থান অর্জন করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরআই