ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে ফুলবাড়িয়ায় বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে ফুলবাড়িয়ায় বিতর্ক প্রতিযোগিতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



এ সময় উপজেলা আবাসিক প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন পারভীন, অধ্যক্ষ সাইদুল হক হিরা, আব্দুল হাই, আব্দুল কদ্দুছ প্রমুখ উপস্থিত ছিলেন।

বির্তক প্রতিযোগিতায় ফুলবাড়িয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দেলফাতিয়ামার আহসান কল্লোল প্রথম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তাছলিমা আক্তার দ্বিতীয় ও ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজের তাইয়াবা আক্তার স্বর্ণা তৃতীয় স্থান অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।