ময়মনসিংহ: উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৭টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মতার যৌথ স্বাক্ষরে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ফুলবাড়িয়ায় উপজেলা পরিষদের সামনে প্রকৃচি-বিসিএস এবং উপজেলা পরিষদে হস্তান্তরিত দফতরের সমন্বয় কমিটি ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জলিল, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা আহ্সানুল বাসার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আ. মান্নান, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. মালেক, সিনিয়র মৎস্য বিষয়ক কর্মকর্তা মমতাজুন্নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এটি।