ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিভিন্ন স্থানে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির মানববন্ধন

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বিভিন্ন স্থানে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৬ দফা দাবিতে বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কর্মকর্তা-কর্মচারীরা বুধবার (২৮ অক্টোবর) দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন।

এ সময় তারা বেতন স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানের কর্তৃত্বের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান।



বাংলানিউজের বিভিন্ন ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

মাগুরা: দুপুরে শহরের ভায়নার মোড় থেকে সরকারি কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন কমিটির সদস্যরা। পরে তারা সমাবেশ করেন।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। পরে সভা করেন তারা।

বরগুনা: দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়। এছাড়া জেলার বামনা, পাথরঘাটা, বেতাগী ও আমতলী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল: দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোলা: দুপুরে সদর উপজেলা চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সরকারি বিভিন্ন দপ্তরের শত শত কর্মকর্তারা। পরে সমাবেশ করেন তারা। এছাড়া জেলার ‍অন্যান্য উপজেলাতে একই কর্মসূচি পালিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে প্রকৌশলী-কৃষিবিদ-চিকি‍ৎসক-বিসিএস সমন্বয় কমিটির জেলা ও সদর উপজেলার অন্তত তিনশ সদস্য মানববন্ধন করেন।

চান্দিনা (কুমিল্লা): দুপুরে উপজেলা পরিষদ ফটকের সামনে মানববন্ধন করেন সরকারি কর্মকর্তা-কর্মকর্তারা।
পরে সেখানে সভা করেন তারা।

চুয়াডাঙ্গা: দুপুরে সদর উপজেলার বড়বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমিক দেন।

গোপালগঞ্জ: দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করা হয়। এ সময় কর্মবিরতি পালন করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পরে সমাবেশে অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য উপজেলায় এ কর্মসূচি পালিত হয়।

হিলি (দিনাজপুর): হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নীলফামারী: দুপুরে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর চৌরঙ্গি মোড়ে মানববন্ধন করা হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ: দুপুর সাড়ে ১২টায় শহরের পোস্ট অফিস মোড়ে মানবন্ধন করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা তাদের দাবি বাস্তবায়নের দাবি জানান।

লক্ষ্মীপুর: দুপুরে জেলা জজকোর্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকসহ প্রায় দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রংপুর: দুপুরে বদরগঞ্জ উপজেলা পরিষদ ফটকের সামনের রাস্তায় মানববন্ধন করা হয়। এতে উপজেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

মেহেরপুর: দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

নাটোর: বেলা ১২টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে সমন্বয় কমিটির সদস্যরা মানববন্ধন করেন। পরে সমাবেশ করেন তারা।

নবাবগঞ্জ (ঢাকা): দুপুরে উপজেলা ভবনের সামনে ঢাকা-বান্দুরা সড়কে মানববন্ধন করা হয়। এতে প্রায় শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি: সকালে শহরের শাপলা চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তারা অংশ নেন।  

পাবনা: দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের আব্দুল হামিদ সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

পার্বতীপুর (দিনাজপুর): দুপুরে উপজেলা পরিষদ চত্বরে  মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন দপ্তরের অন্তত পাঁচশ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

পটুয়াখালী: দুপুর ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি।

পিরোজপুর: বেলা ১২টায় পিরোজপুর সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী: দুপুর ১২টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সাতক্ষীরা: দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে সংগঠনের জেলা শাখা মানববন্ধন ও সমাবেশ করে।
শেরপুর: নালিতাবাড়ী উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন।

ঠাকুরগাঁও: দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় ‍১৬ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট: দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রধান সড়কে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও একই কর্মসূচি পালিত হয়।

ফেনী: দুপর ১টার দিকে ফেনী ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।