ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বান্দরবানে স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: ‘সবার জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় স্যানিটেশন মাস  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।



র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নুরুল্লাহ নূরীর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হারুন অর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্যানিটেশন মাস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।