ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বড়াল নদীর বাঁধ সরিয়ে ব্রিজ করবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বড়াল নদীর বাঁধ সরিয়ে ব্রিজ করবে সরকার নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান (ফাইল ফটো)

ঢাকা: বড়াল নদীর ওপর বিদ্যমান বাঁধগুলো অপসারণ করে প্রয়োজনীয় স্থানে ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
রাজশাহী, পাবনা, নাটোরের সঙ্গে সংশ্লিষ্ট এ নদীর পানি প্রবাহ ঠিক রাখতে জনস্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
 
মন্ত্রী বলেন, পাবনার চাটমোহর উপজেলায় রামনগর ঘাটে বড়াল নদীর ওপর সড়ক ও মহাসড়ক বিভাগের বাঁধ অপসারণ করে ব্রিজ নির্মাণ হবে। বথর ও নতুন বাজারের বাঁধে নির্মিত সড়কের মধ্যে বথরের বাঁধটি অপসারণ করেও নির্মিত হবে ব্রিজ।

এছাড়া মথুরা-দোহার পাড়ায় পানি উন্নয়ন বোর্ডের আড়াআড়ি বাঁধটি অপসারণ করে সেখানেও একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে- জানান তিনি।
 
শাজাহান খান বলেন, নন্দকুজা-বড়াল সংযোগ খাল খনন, প্রশস্তকরণ ও খালের ওপর স্থাপিত দোহার পাড়া স্লুইস গেট অপসারণ করা প্রয়োজন। খালের ওপর যে ছোট ছোট স্ট্রাকচারগুলো রয়েছে, সেগুলোর পরিবর্তে খালের সঙ্গে সংগতি রেখে ভালো স্ট্রাকচার নির্মাণ করা হবে। এছাড়া বাগাতিপাড়া স্লুইস গেটে পানি প্রবাহ বাড়াতে আরও ৫টি ভেন্ট নির্মাণ বা বর্তমান স্লুইস গেট অপসারণ করে ব্রিজ নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী।
 
শাজাহান খান বলেন, নাটোরের মরা বড়াল নদীতে জেলা প্রশাসনের দেওয়া সব বন্দোবস্ত বাতিল করা হবে।

নাটোরের বাগাতিপাড়ায় স্লুইস গেটের পাশে একটি ইকোপার্ক এবং চাটমোহরে বড়াল নদীর উভয় তীরে ওয়াকওয়ে ও বনায়ন করে সৌন্দর্য বাড়ানোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।
 
বৈঠকে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম, ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসকেএস/আইএ

** ড্রাইভিং লাইসেন্সে এসএসসি’র শর্ত এখনই চান না শাজাহান খান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।