ঢাকা: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যাসহ আরও তিন ব্লগার, প্রকাশক ও মুক্তমতের চর্চাকারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়ার।
সোমবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী হুগো সোয়ার বলেন, ‘বাংলাদেশের ব্লগার ও প্রকাশকদের ওপর আবারও হামলা হওয়ায় নিন্দা জানাচ্ছি। মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। ’
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিন্তক আবুল কাসেম ফজলুল হকের সন্তান দীপন দুর্বৃত্তদের হামলায় নিহত মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন।
শনিবার দিন প্রায় একই সময়ে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে অভিজিৎ রায়ের বইয়ের আরেক প্রকাশক আহমেদুর রশিদ টুটুল এবং লেখক, গবেষক ও ব্লগার সুদীপ কুমার ওরফে রনদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আহতদের চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
জেপি/আরআই