বগুড়া: জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা শাখা।
সোমবার (০২ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় প্রবীণ রাজনীতিবিদ মাহফুজুল হক দুলু, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুস সোবহান মিন্নু, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি তৌফিক হাসান ময়না, কবি ও সাংবাদিক জে এম রউফ, কবি সুকুমার দাস, আজিজার রহমান তাজ, সিকতা কাগজ, তপন পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/বিএস।