সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ২০ কেজি রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাদিয়ালী সীমান্তের একটি মাঠ থেকে এসব রূপা উদ্ধার করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোজাম্মেল বাংলানিউজকে জানান, চোরাকারবারীরা রূপা ভারত থেকে পাচার করে এনেছে। এর আনুমানিক মূল্য ১৩ লাখ ৭৬ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর