ফেনী: ফেনীতে অস্ত্রসহ র্যাবের হাতে আটক ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতাকর্মীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা তাদের রিমান্ড আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী কাজী বুলবুল আহমেদ সোহাগ রিমান্ড নামঞ্জুর হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, অস্ত্রসহ আটক ২৬ জনকে দুপুরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। আদালতের বিচারক তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।
চলতি বছরের ৬ জুন রাতে ফেনীর লালপোল এলাকা থেকে পাঁচটি শটগান, পাঁচটি পিস্তল, ১৬টি রামদাসহ ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এমজেড