ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আদালতে হাজিরা শেষে রেনিন সো কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
আদালতে হাজিরা শেষে রেনিন সো কারাগারে ডা. রেনিন সো

রাঙামাটি: আরাকান আর্মির নেতা ডা. রেনিন সো, সদস্য অংনু ইয়ান রাখাইন এবং রেনিনের বাড়ির দুই  কেয়ারটেকারকে আদালতে হাজির করেছে পুলিশ।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে তাদের রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।



এ সময় সরকার ও আসামিপক্ষের কোনো আবেদন না থাকায় বিচারক কাজী মোহাম্মদ মহসিন ১৮ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গত ২৬ আগস্ট রাঙামাটির রাজস্থলীতে একটি বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে অংনু ইয়ান রাখাইন এবং ২৮ আগস্ট কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু ইয়ান মারমাকে যৌথবাহিনী আটক করে। এরপর রাজস্থলীর ইসলামপুর থেকে ১৩ অক্টোবর আরাকার আর্মি নেতা রেনিন সোকে গ্রেফতার করে যৌথবাহিনী।

তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, অনুপ্রবেশ আইন এবং বিদেশি মুদ্রা মজুদ আইনে ৩টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।