বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মোল্লাবাড়ির সামনে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে রাসেল (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাসেল এ উপজেলার শরীফাবাদ গ্রামের আব্দুল হানিফের ছেলে।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদস্য এইচ এম হারুন অর রশিদ জানান, রাসেল দুপুরে ভ্যানে যাত্রী নিয়ে মাহিলাড়া বাজার থেকে আশোকাঠী এলাকায় যাচ্ছিলেন। পথে মোল্লাবাড়ি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হলে রাসেল ও মোটরসাইকেল আরোহী সুশান্তসহ (২০) চারজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে রাসেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআই