ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বই ব্যবসায়ীদের মৌন মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
গোপালগঞ্জে বই ব্যবসায়ীদের মৌন মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যার প্রতিবাদে মৌন মিছিল করেছেন গোপালগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

সোমবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের পাবলিক হল মোড় থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বই ব্যবসায়ীরা।
 
মিছিলে সমিতির সভাপতি বেলায়েত হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক পবিত্র কুমার বিশ্বাস ও উপদেষ্টা নিরঞ্জন রায়সহ অর্ধশতাধিক বই ব্যবসায়ী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।