মুন্সীগঞ্জ: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মৌন মিছিল করেছেন বই ব্যবসায়ীরা।
সোমবার (০২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে মৌন মিছিল করেন তারা।
শহরের কাচারী এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হত্যার বিচার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন সমিতির মুন্সীগঞ্জ জেলা সভাপতি উমা শংকর সরকার, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, অর্থ সম্পাদক মো. আব্দুল আল আমিন, মনির উজ্জামান, শাহআলম লিটন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর