ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যাসহ ২ হামলা

নীলফামারীতে বই ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
নীলফামারীতে বই ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

নীলফামারী: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে নীলফামারী জেলার প্রায় তিনশ’ বইয়ের দোকান (লাইব্রেরি) বন্ধ রেখে আধবেলা ধর্মঘট পালন করা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ ধর্মঘট পালন করেন দোকান মালিক ও কর্মচারীরা।



বাংলাদেশ বই প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি মশিউর রহমান বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার প্রায় তিনশ’ বইয়ের দোকান মালিকরা এতে একাত্মতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।