মেহেরপুর: মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (০২ নভেম্বর) দুপুর ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের এতে সভাপতিত্বে জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা যৌন হয়রানি বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএটি/এসআর