ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক নিহত ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা কারাগারের সামনে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক নিহত ও ২ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত আলমসাধু চালক মিয়ারুল (৩০) দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী গ্রামের পূর্বপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

আহতরা হলেন-একই গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে জেকের আলী (২৮) ও বিলপাড়ার মৃত মসতব আলীর ছেলে আনসার আলী (৩২)। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক জেলা কারাগারের সামনে গতিরোধকের কাছে এসে ব্রেক চেপে ধরে ওটাকে অতিক্রম করছিল। এ সময় একই দিক থেকে আসা একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে আলমসাধুর চালক মিয়ারুল বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
 
তিনি আরো জানান, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।