ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রবি’র স্ক্র্যাচ কার্ডে ৪৭০ টাকার ইউনিলিভার পণ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
রবি’র স্ক্র্যাচ কার্ডে ৪৭০ টাকার ইউনিলিভার পণ্য

ঢাকা: উইন্টার রিচার্জ অফারের আওতায় গ্রাহকদের জন্য একটি বিশেষ স্ক্র্যাচ কার্ড চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। ৯৯৯ টাকার স্ক্র্যাচ কার্ডটির সঙ্গে রয়েছে ইউনিলিভারের ৪৭০ টাকার গিফট আইটেম।



রবি’র সকল প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহকরা ইউনিলিভারের উইন্টার প্যাকটি গ্রহণ করতে পারবেন।

অফারের আওতায় রয়েছে ইউলিভারের ভ্যাসলিন ডিপ রিস্টোর ১০০ মিলি, ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ৫০ গ্রাম, এক্স ডার্ক টেম্পটেশন ও ক্লিয়ার শ্যাম্পু ৯০ মিলি।

সোমবার (০২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, একমাত্র স্ক্র্যাচ কার্ডটি কেনার মাধ্যমেই অফারটি গ্রহণ করা যাবে। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক যতোবার খুশি অফারটি গ্রহণ করতে পারবেন। গ্রাহকরা দেশজুড়ে রবি সেবা আউটলেটগুলো থেকে গিফট হ্যাম্পারসহ স্ক্র্যাচ কার্ডটি কিনতে পারবেন। স্টক থাকা পর্যন্ত অফারটি চলবে।

শীতের শুরুতে অফারটি গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে প্রত্যাশা করে রবি জানায়, সময়োপযোগী অফারটি চালুর মাধ্যমে রবি আবারও প্রমাণ করলো গ্রাহকই তাদের সকল কার্যক্রমের মূল উৎস।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।