ঢাকা: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) কোড অব কন্ডাক্ট পলিসি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (০২ নভেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে আইসিডিডিআরবি-এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত রোববার রিট আবেদনটি দায়ের করেন আইসিডিডিআরবি-এর চিফ ফিজিসিয়ান ও প্রতিষ্ঠানটির স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ দীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী মনজুর আলম ও রাষ্ট্রপক্ষের ছিলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আইনজীবী মনজুর আলম বাংলানিউজকে জানান, আইসিডিডিআরবি গত ৭ অক্টোবর থেকে কোড অব কন্ডাক্ট পলিসি চালু করেছে। যেটা মৌলিক মানবাধিকারের পরিপন্থি। এই কারণে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। আর এই রিটের শুনানি নিয়ে হাইকোট রুল জারি করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা,নভেম্বর ০২, ২০১৫
ইএস/এমআইকে/এমজেএফ