ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় দীপন হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
গাইবান্ধায় দীপন হত্যার প্রতিবাদে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: প্রকাশক দীপন হত্যা ও মুক্তমনা কবি এবং ব্লগারদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে শহরের ডিবি রোডে বাংলাদেশ মহিলা পরিষদ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও জেলা উদীচীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন কর‍া হয়।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রিকতু প্রসাদ, উদীচীর শিরিন আক্তার, যুব ইউনিয়নের অ্যাডভোকেট মুরাদজামান রব্বানী, গণজাগরণ মঞ্চের পলাশ চাকি, কবি অঞ্জলী রাণী দেবী, ছাত্র ইউনিয়নের রানু সরকার ও ডা. আপন কুমার বর্মণ প্রমুখ।

বক্তারা আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতার সমালোচনা করে বলেন, একের পর এক মুক্তমনা ব্লগার, লেখক ও প্রগতিশীল মানুষকে হত্যা করা হচ্ছে। একটি মৌলবাদী চক্র এসব হত্যাকাণ্ড ও হামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেলেও তাদের সবাইকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। ফলে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন দানা বাধছে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।