ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যাসহ ২ হামলার প্রতিবাদে সমাবেশ-মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
দীপন হত্যাসহ ২ হামলার প্রতিবাদে সমাবেশ-মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা গণজাগরণ মঞ্চ।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে পৌর শহরের শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ করা হয়।



সমাবেশে বক্তারা, হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি লেখক-প্রকাশকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণের জোর দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা ব্রজ গোপাল সরকার, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক খাঁন মোহাম্মদ রেজাউল করিম, সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকার প্রমুখ।

এর আগে সমাবেশে অংশগ্রহণকারীরা একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।