ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে খেলার মাঠ থেকে দর্শক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
রাজশাহীতে খেলার মাঠ থেকে দর্শক আটক

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় ফুটবল খেলার মাঠ থেকে জিল্লুর রহমান (৩১) নামের এক দর্শককে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মাঠ থেকে আটক করা হয়।



তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তানোর পৌরসভার আমশো আমটিয়া মাঠে বিকেলে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আমশো সোনালী সংঘ। গতকাল রোববার (০১ নভেম্বর) এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। বিকেলে তিনি মাঠে উপস্থিত হলে দর্শকরা তাকে জয়বাংলা স্লোগান দিয়ে বরণ করে নেন। এর কিছুক্ষণ পর দর্শক জিল্লুর রহমান জোর করে মাইক্রোফোন হাতে নেন।

এক পর্যায়ে তিনি খেলার মাঠে মসজিদ ও টয়লেট স্থাপনের দাবি জানান। কিন্তু মাইক ছিনিয়ে বক্তব্য দেওয়ার জন্য ওই দর্শককে মাঠ থেকে আটক করা করে থানায় নিয়ে যাওয়া হয়।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।