ঢাকা: ‘দুর্ঘটনায় মানুষ মারা যায়, সেটা হয়তো মানা যায়! কিন্তু যানজটে আটকা পরে আমার ভাইয়ের প্রাণ গেলো। এটা কীভাবে মেনে নেবো?’
বুক চাপড়িয়ে কথাগুলো বলছিলেন রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় নিহত মো. আবদুল্লাহর (২৫) চাচাতো ভাই মাহফুজ।
সোমবার (০২ নভেম্বর) বিকেল ৪টার দিকে শ্যামলীর লিংক রোডে সড়ক দুর্ঘটনায় আহত হন আবদুল্লাহ। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল্লাহ বরিশালের মুলাদী থানার মৃত শিকিম আলী ব্যাপারীর ছেলে। তিনি আদাবর ১৭ নম্বর রোডের কমফোর্ড হাউজিং এ বোন-দুলাভাইয়ের সঙ্গে থাকতেন।
সেখানেই দুলাভাইয়ের পানের দোকান দেখাশোনা করতেন নিহত আবদুল্লাহ।
‘দুর্ঘটনায় আহত হলেও যানজটের কারণে যথা সময়ে হাসপাতালে নিতে পারিনি ভাইকে। এ কারণেই তার মৃত্যু হয়েছে, দাবি করেন মাহফুজ।
তার ভাষ্যমতে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে এসে অ্যাম্বুলেন্সটি যানজটে থেমে থাকে প্রায় একঘণ্টা। সামনে যাওয়ার কোনো উপায় না দেখে শহীদুল্লাহ হলের উল্টোপাশের একটি সরু রাস্তা দিয়ে হাসপাতালে ঢোকার চেষ্টা করি। ’
‘কিন্তু সেখানেও দেখি যানজট। তখনও ভাই আমার কাছ থেকে পানি চেয়েছিলো। এত কষ্ট করে হাসপাতালে আনার পরেও ভাইকে বাচাঁতে পারলাম না। ’
বাংলানিউজকে মাহফুজ জানান, বেলা ১২টার দিকে দুই ভাই মিলে রিকশায় করে যাচ্ছিলাম। শ্যামলী লিংক রোডের মার্কেন্টাইল ব্যাংকের সামনের রাস্তায় এলে পেছন থেকে একটি লেগুনা রিকশাটিকে ধাক্কা দেয়।
এতে আবদুল্লাহ গুরুতর আহত হন।
তিনি বলেন, ‘ওই অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এরপর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। ’
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাংলানিউজকে বলেন, ‘হাসপাতালে আসার আগেই আবদুল্লাহর মৃত্যু হয়। এরপরও হাসপাতালে এলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। ’
এদিকে নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এজেডএস/জেডএফ/এমএ