লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট জনতা কলেজ মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে ঘরের চালা ভেঙে চাপা পড়ে আহত হয়েছেন এক বৃদ্ধাসহ ১৫ জন।
সোমবার (০২ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের নোয়াখালীর বিভিন্ন ক্লিনিক ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বিকেলে দাসেরহাট জনতা কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছিল। কিছু দর্শক মাঠের পাশে কলেজের একটি টিনশেড ঘরের ওপর উঠে খেলা দেখছিলেন। হঠাৎ ঘরের চালা ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ১৫ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএটি/এসআর