ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় রেললাইন সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (২৭) পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, মৃতদেহটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, আনুমানিক ৫/৬ দিন আগে তাকে হত্যা করে ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এজেডএস/আরএম