ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাওলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
কাওলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় রেললাইন সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (২৭) পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।



বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, মৃতদেহটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, আনুমানিক ৫/৬ দিন আগে তাকে হত্যা করে ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।