হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার সুতাং নদীর ব্রিজে কার্গো, ম্যাক্সি ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সুজন সরকার (২৪), আকলিমা খাতুন (২৪), মোহন (২৩), হাবিব (১২), মোজাহিদ (২০), স্বপন সরকার (৩০), গোলাম রব্বানী (২৮), রবিউল (২৫), মারজান (২২), বাশার (২৫), রুবেল (২২), জুয়েল (২৫), শামীম (২২), অহিদ (৩৫), পেয়ারা বেগম (৩২), দোলন (৩০) ও শাওন (৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সিলেট থেকে ঢাকাগামী মায়ের দোয়া পরিবহনের একটি কার্গো (নং ঢাকা মেট্টো ট ১৮-১২৪৮) হবিগঞ্জ সদর উপজেলার সুতাং ব্রিজে মাধবপুর থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি ম্যাক্সিকে (নং হবিগঞ্জ ছ ১১-০০২৯) ধাক্কা দেয়।
এ সময় শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুরগামী একটি পিকআপ ভ্যানের (নং ঢাকা ন ১৮-৪৭৫২) সঙ্গেও কার্গোটির ধাক্কা লাগে। এতে ম্যাক্সি ও পিকআপটি দুমরে মুচড়ে গিয়ে উভয় গাড়ির যাত্রীরা আহত হন। এতে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখে।
পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ এবং হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বাংলানিউজকে এ ঘটনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ