ঢাকা: রাজধানীর বনানী থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বনানী-খিলক্ষেত রোডে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই তরুণকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিসৎকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে তার আনুমানিক ২৫ বছর বলে জানান এসআই আমিনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এনএইচএফ/এমএ