ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিশু সোবহান হত্যা

দুই জনের যাবজ্জীবন, সাত জনের দশ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
দুই জনের যাবজ্জীবন, সাত জনের দশ বছর কারাদণ্ড ছবি : প্রতীকী

সিলেট: সিলেটের গোয়াইনঘাটে শিশু সোবহান ইনসান (১৩) হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন ও ৭ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০২ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন।



যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জালাল উদ্দিন ও নুর মিয়া। পাশাপাশি তাদের দু’জনকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

১০ বছর করে দণ্ড প্রাপ্তরা হলেন- আসাব আলী, তাজুল ইসলাম, হাছন আলী, বিল্লাল উদ্দিন, কলিম উল্লা, আতর আলী ও সুরুজ আলী। তাদেরকে  ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মামলার ১৪ আসামির মধ্যে মহরম আলী বিচার চলাকালে মারা যান। অন্যরা পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৪ জুলাই গোয়াইনঘাট উপজেলার গুরকাছি বাজারে নিজেদের ভিটায় দোকান কোটা নির্মাণ করছিলেন আব্দুল করিম ও তার ভাই মাওলানা আব্দুল মান্নান। এদিন প্রতিপক্ষের হামলায় আব্দুল করিমের ছেলে আব্দুস সোবহান ওরফে ইনসান গুরুতর আহত হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের চাচা মাওলানা আব্দুল মান্নান বাদি হয়ে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোমবার মামলার রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি. মোস্তফা দিলওয়ার আল আজহার, বাদি পক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এবং আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. লালা,  মো. নূরুল হক, বিভাষ চন্দ্র দাস এবং অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী।

এছাড়া পলাতকদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট তমাল চন্দ্র নাথ। ‍

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।