ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাকার ‘কিউসি রেসিডেন্স’ এ সুনসান নীরবতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
সাকার ‘কিউসি রেসিডেন্স’ এ সুনসান নীরবতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দড়িতে ঝোলার অপেক্ষায় থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রাজধানীর ধানমণ্ডির বাসবভন ‘কিউসি রেসিডেন্স’ (কিউ-কাদের, সি-চৌধুরী) এখন সুনসান নীরবতায়।

ধানমণ্ডি আবাসিক এলাকার ১০/এ নম্বর রোডের ২৮ নম্বর বাড়ির মালিক দেশের শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী।

বাড়িটির নাম ‘কিউসি রেসিডেন্স’। বুধবার (১৮ নভেম্বর) সর্বোচ্চ আদালত সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার পর সরেজমিনে ওই ভবনে গিয়ে দেখা গেছে, বাড়িতে সাকা চৌধুরীর স্ত্রীসহ তার সন্তানরা এবং আর দু' একজন নিকট আত্মীয় অবস্থান করছেন। তবে ভবনটির ভেতর থেকে কোনো সাড়া-শব্দ নেই, সেখানে এখন সুনসান নীরবতা।

রিভিউয়ের রায়ের পর দুপুর থেকে ওই বাড়িতে সাকা চৌধুরীর কয়েকজন স্বজন এসে পরিবারের সদস্যদের সহমর্মিতা জানিয়ে গেছেন।

বাড়িটিতে গিয়ে সাংবাদিক পরিচয় দিলেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় ওই বাড়ির কর্মচারী বাবু বাংলানিউজকে বলেন, স্যারের ফাঁসির রায়ের পরেই ম্যাডাম (সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী) ও তার সন্তানরা শোকে মুহ্যমান হয়ে রয়েছেন। কয়েকজন আত্মীয়-স্বজন এসে তাদেরকে সহমর্মিতা জানিয়ে গেছেন। তবে প্রতিদিন অনেক আত্মীয়-স্বজন এলেও আজ সংখ্যা কম।

কিউসি স্যার আর ম্যাডামের প্রিয় বাড়ি বলে উল্লেখ করে বাবু বলেন, আজ স্যার নেই, স্যারের সংবাদ শোনার পর শোকে বাসার সবাই ভেঙ্গে পড়েছেন।

বাবুর ভাষ্য মতে, আজকের মতো কিউসি এতো নীরব কোনোদিনই ছিল না।

বাড়িটির দারোয়ান সুমন বলেন, অনেক দিন পর বাড়িটি এতো নীরব দেখলাম। সারাদিন অনেকেই আসতেন-যেতেন।

পরিচয় জানার পর সুমন বলেন, বাসায় সবাই আছেন। কেউ কথা বলবেন না।

পাশের ২৯নং বাড়ির একজন দারোয়ানও জানান, কিউসি এতো নীরব কোনোদিন ছিল না। আজ হঠাৎ নীরব হয়ে গেছে।

তবে সন্ধ্যার পর কিউসি রেসিডেন্টে কয়েকটি গাড়ি প্রবেশ করতে দেখা গেছে।

কিউসি রেসিডেন্সের কর্মচারী বাবু ‍আরও বলেন, ম্যাডামদেরকে ভেতরে আলোচনা করতে শুনেছি, এই রায়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা তাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন।

সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর পৈত্রিক বাসভবন চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের গনিবেকারির মোড়ের গুডস হিলে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরইউ/এনএইচএফ/এএসআর

** সাকার গুডস হিলে গরু চরছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।