ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল মডেল থানার ওসিকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বরিশাল মডেল থানার ওসিকে শোকজ

বরিশাল: আদালতের নির্দেশ অমান্য করায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শোকজ করা হয়েছে।  
 
বুধবার (১৮ নভেম্বর) বরিশাল প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক আব্দুল হানিফ এ আদেশ দেন।

 
 
আদেশে ৪ জানুয়ারির মধ্যে আদালতে উপস্থিত হয়ে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  
 
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর র‌্যাব-৮ এর একটি দল নগরীর রুপাতলী এলাকার মাদক ব্যবসায়ী শাহিন মাঝিকে ২০ পুরিয়া হেরোইনসহ আটক করে। এ ঘটনায় ওই দিন র‌্যাবের ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।  
 
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান একই বছরের ২৪ সেপ্টেম্বর তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।  
 
২০১৩ সালের ১৮ এপ্রিল মামলার বিচার কাজ শুরুর জন্য অভিযোগ গঠন করা হয়। কিন্তু মামলার ১১ সাক্ষীর একজনও স্বাক্ষ্য দিতে আদালতে হাজির হননি।  
 
সাক্ষীদের আদালতে হাজির করার জন্য কোতোয়ালি মডেল থানার ওসির কাছে ১৩ বার গ্রেফতারি পরোয়ানা জারির নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় ১৩ অক্টোবর পুলিশ কমিশনারের মাধ্যমে ওসিকে সাক্ষীদের হাজির করার জন্য জামিন অযোগ্য পরোয়ানা তামিলের নির্দেশ দেন।  
 
কিন্তু বুধবার ধার্য তারিখেও সাক্ষীদের হাজির না করায় এবং নির্দেশ পালন সম্পর্কে কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত তাকে শোকজ করে।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।