ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কারাফটকে সাকা-মুজাহিদের মরদেহ বের করার প্রস্তুতি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
কারাফটকে সাকা-মুজাহিদের মরদেহ বের করার প্রস্তুতি ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে: ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর তাদের মরদেহ বের করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে কারাফটককে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দু’পাশে ব্যারিকেড তৈরি করেছেন।

একে অপরের হাতে হাত রেখে তৈরি করেছেন মানবপ্রাচীর।

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে একসঙ্গে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পরপরই কারা ফটকের সামনে ৠাব-পুলিশের নিরাপত্তাদানকারী আটটি গাড়ি রাখা হয়। আগে থেকেই কারাফটকের ভেতরে প্রস্তুত রাখা হয় চারটি অ্যাম্বুলেন্স।

কারা কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখে মনে করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সাকা ও মুজাহিদের মরদেহ কারাগার থেকে অ্যাম্বুলেন্সে চড়িয়ে বের করে আনা হবে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় তাদের লাশ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ফাইজুর রহমান রাত দেড়টার দিকে সাংবাদিকদের জানান জানান, প্রতিটি গাড়ি বহরে মোট ছয়টি গাড়ি যাচ্ছে। এরমধ্যে থাকছে দু’টি অ্যাম্বুলেন্স এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ৠাবের দু’টি করে চারটি গাড়ি। আবার ডিএমপির গাড়িতে থাকছে ভিডিও ক্যামেরা।

কারাফটকে দেখা যাচ্ছে, এ দুই যুদ্ধাপরাধীর মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় প্রস্তুত রয়েছে ৠাব, পুলিশ, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা জেলা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী। । ইতোমধ্যে এসব বাহিনীর সব গাড়িও একমুখী করে রাখা হয়েছে।

ফাইজুর রহমান জানান, দু’জনের মরদেহ বহন করে একসঙ্গে কারাগার থেকে বেরিয়ে আসবে গাড়ি বহর। নাজিমউদ্দিন রোড থেকে এ দু’জনের গাড়ি বহর একসঙ্গে আসবে চানখারপুল পর্যন্ত।

সেখান থেকে আলাদা হয়ে সাকার মরদেহবাহী গাড়ি বহর উঠে যাবে মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে। এ ফ্লাইওভার দিয়ে যাত্রাবাড়ী, কাঁচপুর ব্রিজ, নারায়ণগঞ্জের সোনারগাঁও, কুমিল্লার চান্দিনা, বিশ্বরোড, চৌদ্দগ্রাম, ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রামে যাবে বহরটি। চট্টগ্রাম থেকে পৌঁছাবে রাউজানে সাকার চৌধুরীর গ্রাম গহিরায়। সেখানে সাকাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অপরদিকে, চানখারপুল থেকে মুজাহিদের মরদেহবাহী গাড়ি বহর যাবে গাবতলীর দিকে। বহরটি গাবতলী দিয়ে সাভার, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট, জেলা শহরের রাস্তার মোড়, ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড় হয়ে সরাসরি পশ্চিম খাবাসপুর এলাকায় পৌঁছাবে। পশ্চিম খাবাসপুরের আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণেই দাফন করা হবে তাকে।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫/আপডেট ০১৪৯ ঘণ্টা
এসকে/আরএম/এডিএ/এজেডএস/এনএ/এসজেএ/এনএইচএফ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।