ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় কলেছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ভোলায় কলেছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড ছবি: প্রতীকী

ভোলা: ভোলায় মহিলা কলেজে প্রবেশ করে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় জাফরুল ইসলাম (২০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমা‍ণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার এ সাজার নির্দেশ দেন।



দণ্ডপ্রাপ্ত জাফরুল পৌর ৩নং ওয়ার্ডের গাজীপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরের দিকে ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজে প্রবেশ করে জাফরুল একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন।

এ সময় কলেজ কৃর্তপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ জাফরুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়।

ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফকরুল আলম পাশা ও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিদকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।