ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় জাপানি নারী খুনের ঘটনায় গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
উত্তরায় জাপানি নারী খুনের ঘটনায় গ্রেফতার ৫

ঢাকা: রাজধানীর উত্তরায় হিরোয়ি মিয়েতা (৫৫) নামে জাপানি এক নাগরিককে খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। দুর্বৃত্তরা তাকে খুন করে মুসলমান পরিচয়ে উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে কবরস্থও করে।



এ ঘটনায় গ্রেফতাকৃতরা হলেন, মারুফুল ইসলাম, রাশেদুল হক খান বাপ্পি, ফখরুল ইসলাম, ডা. বিমল চন্দ্র শীল ও জাহাঙ্গীর আলম।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তদের গ্রেফতার করে মঙ্গলবার (২৪ নভেম্বর) ত‍াদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

গত ১৯ নভেম্বর জাপানি দূতাবাসের এক কর্মকর্তা হিরোয়ি মিয়েতা নিখোঁজ বলে উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি আমলে নিয়ে তদন্তে নামে পুলিশ।

পরে হিরোয়ি মিয়েতার কবরের সন্ধান পাওয়ার পর সোমবার পুলিশ ‍বাদী হয়ে মামলা দায়ের করে।

পুলিশ সূত্রে জানা যায়, জাপানি নাগরিক হিরোয়ি মিয়েতা রাজধানীর উত্তরার সিটি হোমস ডরমিটরিতে থাকতেন। গত দশ বছর ধরে বাংলাদেশে অবস্থান করছেন তিনি। ২০০৬ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হলে তখন থেকে অবৈধভাবে বাংলাদেশেই রয়েছেন হিরোয়ি মিয়েতা।

জাপান থেকে বাংলাদেশে আগত নাগরিকদের গাইড হিসেবে তিনি কাজ করতেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫/আপডেট: ১৩২৭ ঘণ্টা
এনএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।