ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ৩ হাত বোমাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
গাংনীতে ৩ হাত বোমাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে তিনটি হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ জিয়ারুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে চরগোয়াল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জিয়ারুল ইসলাম চরগোয়াল গ্রামের দাবির উদ্দীনের ছেলে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শোবার ঘর থেকে তিনটি হাত বোমা, একটি চাপাতি ও দু’টি রামদা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

গাংনী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।