ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজনগরে দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
রাজনগরে দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালকের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (২২) নামে এক পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ সময় কামাল মিয়া (২৫) নামে আরও একজন আহত হয়েছেন।

 
 
শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার লংগরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত সোহেল মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
 
আহত কালাম মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 
স্থানীয়রা জানায়, ভোরে লংগরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  
 
রাজনগর থানার উপ-পরিদশক (এসআই) উত্তম কুমার দাস দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫     
এমজেড
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।