ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘শেখ সাহেবের কথায় রেডি হইছিলাম’

উর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
‘শেখ সাহেবের কথায় রেডি হইছিলাম’ আব্দুর রউফ

ঢাকা: ভোর সোয়া পাঁচটা। ফজরের আজান হচ্ছে।

রিকশা নিয়ে জীবিকার সন্ধানে বেরিয়েছেন আব্দুর রউফ। কিন্তু আজকের দিনটি আব্দুর রউফের জন্য বিশেষ। কারণ, ১৯৭১ সালে রংপুরে মুক্তিযুদ্ধ করেছিলেন তিনি।

রংপুরের মিঠাপুকুরের কফিলউদ্দিনের ছেলে আব্দুর রউফ বলেন, শেখ সাহেবের ভাষণের কথা মনে হইল গা আজও শিউরে ওঠে। সেই ভাষণের পরই আমরা যুদ্ধের জন্য রেডি হইয়া গেছিলাম।

‘২৫ মার্চ যখন শুনলাম শেখ সাহেবরে মিলিটারিরা নিয়া গেছে, তখন বুঝলাম যুদ্ধ শুরু হইয়া গেছে। সপ্তাহখানেক পরে আমরা শুনলাম বর্ডারে নাকি মুক্তিযোদ্ধাগো গুলি করা শিখাইতাছে। মিঠা পুকুর থেকে আমরা কয়েকজন চইলা গেলাম। ট্রেইনিং নিলাম। তারপর যুদ্ধ। দুই তিন মাস পর গ্রামে বাঙ্কার খোঁড়ার জন্য লোক দরকার হইলো। গ্রামে চইলা গেলাম। কৃষক সাইজা রাস্তায় রাইতে রাইতে বাঙ্কার খুঁড়তাম। কী যে সময় গেছে একমাত্র খোদা জানে। ’

দেশ স্বাধীনের পর ফের কৃষিকাজ শুরু করেন আব্দুর রউফ। পড়ালেখা না জানা মানুষটার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেওয়া হয়নি।

বলেন, মাগো ওইসব আমরা বুঝি না। কষ্টে ছিলাম। মিলিটারিরা না গেলে দেশে শান্তি হইবো না। তাই যুদ্ধ করছিলাম।

দারিদ্র্যের কষাঘাতে ৩০ বছর আগে ঢাকা আসেন আব্দুর রউফ। শুরু হয় জীবন যুদ্ধ। তিন ছেলে আর এক মেয়ে। অর্থাভাবে ছেলেমেয়েদের বেশি দূর পড়াতে পারেননি এ পিতা। দুই ছেলে আর মেয়ে বিথী কাজ করছেন গার্মেন্টে। ছোটছেলে পড়ছে ক্লাস থ্রিতে।

দিন-রাত খেটে আব্দুর রউফ টাকা জমাচ্ছেন মেয়ে বিথীকে বিয়ে দেওয়ার টাকা জোগাড়ের জন্য।

আর একটিই স্বপ্ন আব্দুর রউফের, রাজাকারের বিচার করা।

বলেন, পাপ বাপেরও ছাড়ে না। ভাবছিলো কিচ্ছু হবে না। এখনতো বিচার হইতাছেই। কী যে শান্তি লাগে এখন।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ইউএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।