ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
সরাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে বশির মিয়া (২২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।



বুধবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ওই সড়কের ধর্মতীর্থ (ধরন্তী) হাওড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বশিরের বাড়ি নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানান, শেষরাতে ধর্মতীর্থ এলাকায় একদল ডাকাত টহল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দলের বাকি সদস্যরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বশির নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।