ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে নতুন বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
পঞ্চগড়ে নতুন বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: ৬৮ বছরের বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে প্রথমবারের মত বিজয় দিবসের উল্লাসে মেতে উঠলো বিলুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশিরা।

বুধবার ( ১৬ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলার সদর উপজেলার গাড়াতি ছিটমহলে মফিজার রহমান কলেজ মাঠে বিজয় দিবস উৎসব অনুষ্ঠিত হয়।



নতুন বাংলাদেশিদের প্রথম বিজয় দিবসটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে গ্রামীনফোন ও বেসকারি একটি টেলিভিশন চ্যানেল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বাংলাদেশিদের সঙ্গে জাতীয় সংগীত গাইলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

অনুষ্ঠানে সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ দুই শতাধিক শিল্পী একই সঙ্গে জাতীয় সংগীত, দেশের গান ও স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশন করেন।

এ সময় বিলুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশিদের সঙ্গে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো বাংলাদেশি মিলে মিশে একাকার হয়ে যায়, সৃষ্টি হয় মহামিলন মেলার।

সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠানে এসেছে শিশু কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ। বিজয় দিবসের এ অনুষ্ঠানে আনন্দে মেতে উঠে নতুন ও পুরনো বাংলাদেশিরা।

সকালে বেলুন উড়ানো ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। পরে চলতে থাকে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।