ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় বিশেষ অভিযানে আটক ১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আখাউড়ায় বিশেষ অভিযানে আটক ১৮

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের যৌথ অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে।
 
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর পর্যন্ত আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা সবাই বিভিন্ন মামলায় অভিযুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মাঈন উদ্দিন খান জানান, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। তবে আটকদের নাম-পরিচয় জানাননি তিনি।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।