ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় কিশোর নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
রাজধানীতে বাসের ধাক্কায় কিশোর নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীতে হানিফ ফ্লাইওভারের ঢালে স্টাফ বাসের ধাক্কায় রানা (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় এ দুর্ঘটনার ঘটে।

ওয়ারী থানার উপপদির্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে ফ্লাইওভারের ঢাল দিয়ে হেঁটে যাওয়ার সময় বারডেম হাসপাতালের একটি স্টাফ বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।

তার পিতার নাম মো. সাহাব উদ্দিন। তারা দক্ষিণ কাজলার নয়ানগর এলাকায় থাকেন। রানা রাজধানীর কাপ্তান বাজারে পাখির দোকানে কাজ করেন। সকাল দোকানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মরদেহের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেন জানান এসআই মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৩৬ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।