ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চান্দিনায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
চান্দিনায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে আব্দুর রহিম (৪৫) ও একই উপজেলার প্রেমু গ্রামের মফিজুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩২)।

ময়নামতি হাইওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, বরকামতা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা চান্দিনা যাচ্ছিল। পথে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে আব্দুর রহিম মিয়ার মৃত্যু হয়। সোহেল মিয়াকে উদ্ধার করে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর তার মৃত্যু হয়।

আহত ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।