ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগতিতে ৭ হাজার মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
রামগতিতে ৭ হাজার মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে অগ্নিসংযোগ করেছে নৌ-পুলিশ।
 
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রামগতি মাছঘাট এলাকায় জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।



এর আগে, সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেঘনা নদীর রামগতি ঘাট, টাংকির ঘাট, মৌলভিরচর, বড়খেরী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জালগুলো জব্দ করা হয়।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বাংলানিউজকে জানান, জেলেরা কারেন্ট জাল দিয়ে জাটকা শিকার করছে এমন খবরে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
 
রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম বাংলানিউজকে জানান, অবৈধ জালের ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।