ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগতিতে অবৈধ জালে অগ্নিসংযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
রামগতিতে অবৈধ জালে অগ্নিসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে থেকে জব্দকৃত একটি বেহেন্দি জাল ও ৮০০ মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ করা হয়েছে। 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে থেকে জব্দকৃত একটি বেহেন্দি জাল ও ৮০০ মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ করা হয়েছে।  

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আলেকজান্ডার লঞ্চঘাট এলাকায় জব্দকৃত অবৈধ জালে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামাল উপস্থিত ছিলেন।

এর আগে, বিকেলে মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ওই অবৈধ জালগুলো জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
 
রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিসি/


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।