ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে মোটরসাইকেল উল্টে মুক্তিযোদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পীরগঞ্জে মোটরসাইকেল উল্টে মুক্তিযোদ্ধা নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল উল্টে মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মমিন আকন্দ নিহত হয়েছেন।

রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল উল্টে মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মমিন আকন্দ নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, মমিন আকন্দ খালাসপীর পেট্রোল পাম্পের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ গর্তে পরে মোটরসাইকেল উল্টে গেলে তিনি গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।