ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থীর মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থীর মতবিনিময় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ খান পাঠান ময়মনসিংহ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ খান পাঠান ময়মনসিংহ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।

এ সময় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আ’লীগ সভাপতি এহতেশামুল আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ খান পাঠান সবার কাছে ভোট প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমএএএম/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।