ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
চাঁদপুরে পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাজুরিয়া বেড়িবাঁধ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাজুরিয়া বেড়িবাঁধ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মাছুম হোসেন (২২), মো. রিয়াদ (১৮) ও হিমেল (১৮)। তাদের প্রত্যেকের বাড়ি খাজুরিয়া এলাকায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বাংলানিউজকে বলেন, আটক তিন যুবকের বিরুদ্ধে বিকেলে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসম্বর) তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসম্বের ১৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।