ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাণীশংকৈলে ব্র্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
রাণীশংকৈলে ব্র্রিজ নির্মাণ কাজের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের বৃন্দালবাড়ি ঘাটের উপর ব্র্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের বৃন্দালবাড়ি ঘাটের উপর ব্র্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।  

বাংলাদেশ সরকারের অর্থায়নে ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্য ব্রিজটি নির্মাণ কাজ বাস্তবায়ন করবে এলজিইডি।

আগামী বছরের মধ্যে এ নির্মাণ কাজ শেষ হবে বলে জানায় প্রকল্পবাস্তবাণকারী প্রতিষ্ঠান।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন।  

এ সময় রাণীশংকৈল উপজেলা আ’লীগের সভাপতি শহিদুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী তারেক বিন ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলার আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামিম, ধর্মগড় ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম, কশিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।  

এর আগে দবিরুল ইসলাম এমপি ধর্মগড় ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে ১৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।